Wednesday, June 23, 2021

ডি‌প্লোমা পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

bteb logo
বাকাশিবো লগো


ডি‌প্লোমা পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (বাকাশিবো) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২২ জুন ২০২১ তারিখে প্রকাশ করেছে। 


গত মার্চ মাসে পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিন পর করোনার প্রকোপের কারণে লকডাউন ঘোষণা করা হয়। যার ফলে পরীক্ষাগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দেয়া হয়। এর পরবর্তীতে এ মাসের ১ তারিখে পরীক্ষার নোটিশ দেয়া হলে ও তা আবার বন্ধ ঘোষণা করা হয়।

বর্তমান রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে ২৮ জুন থেকে। নোটিশটিতে বলা হয়েছে ২৮-০৬-২০২১ হতে ০৪-০৭-২০২১ তারিখ পর্যন্ত ( প্রয়োজনে কম বেশি হতে পারে )  এ সময়ের মধ্যে ব্যাবহারিক পরীক্ষা নেয়া হবে। নোটিশে এ ও বলা হয়েছে তাত্বিক পরিক্ষা শেষ হওয়ার সাথে সাথে পর্ব ও টেকনোলজী অনুযায়ী ব্যাবহারিক পরীক্ষা কলেজ কতৃপক্ষ নিতে পারবে।


নোটিশ টি দেখুন।

সংশোধিত পরীক্ষার রুটিন 

সংশোধিত পরীক্ষার রুটিন 


শেয়ার করুন

0 coment rios: