Tuesday, July 13, 2021

তৃতীয়বারের মতো স্থগিত পরিক্ষা রুটিন দিলো কারিগরি শিক্ষাবোর্ড || সাপ্তাহিক চাঁদপুর

তৃতীয়বারের মতো স্থগিত পরিক্ষা রুটিন দিলো কারিগরি শিক্ষাবোর্ড ||  সাপ্তাহিক চাঁদপুর

বাকাশিবো লগো
বাকাশিবো লগো

ডি‌প্লোমা পরীক্ষার সংশোধিত সময়সূচি নতুন করে প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (বাকাশিবো) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ১৩ জুলাই ২০২১ তারিখে প্রকাশ করেছে।

গত মার্চ মাসে পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিন পর করোনার প্রকোপের কারণে লকডাউন ঘোষণা করা হয়। যার ফলে পরীক্ষাগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দেয়া হয়। এর পরবর্তীতে এ মাসের ১ তারিখে পরীক্ষার নোটিশ দেয়া হলে ও তা আবার বন্ধ ঘোষণা করা হয়। এর পর আবার ২২ জুন নতুন করে নোটিশ দেয়ার দুদিন পর তা আবার স্থগিত ঘোষণা করে দেয়া হয় ।

বর্তমান রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১৬জুলাই থেকে। নোটিশটিতে বলা হয়েছে ১৫-০৭-২০২১ হতে ১৯-০৭-২০২১ তারিখ পর্যন্ত ( প্রয়োজনে কম বেশি হতে পারে )  এ সময়ের মধ্যে ব্যাবহারিক পরীক্ষা নেয়া হবে। নোটিশে এ ও বলা হয়েছে তাত্বিক পরিক্ষা শেষ হওয়ার সাথে সাথে পর্ব ও টেকনোলজী অনুযায়ী ব্যাবহারিক পরীক্ষা কলেজ কতৃপক্ষ নিতে পারবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি

স্থগিত পরিক্ষার রুটিন
স্থগিত পরিক্ষার রুটিন ১ম পেজ
 
স্থগিত পরিক্ষার রুটিন ২য় পেজ
স্থগিত পরিক্ষার রুটিন ২য় পেজ




শেয়ার করুন

3 comments:

  1. এটা কি রুটিন করল, একদম ফালতু।

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. গাজা খেয়ে রুটিন করলেতো এক রুটিনকে তিন চারবার করে তো করবেই

    ReplyDelete