হাজীগঞ্জে ৩৮৬ পিচ ইয়াবাসহ আল আমিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। গত ২১ জুন সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে মাদকসহ তাকে আটক হয়। সে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামের খালেক মেম্বারের বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত সোয়া ৪টার দিকে আল আমিনের ঘরে অভিযান চালানো হয়। এ সময় আল আমিনের কাছে ৩৮৬ পিচ ইয়াবা পাওয়া যায়। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৩ জুন মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করে।
[চাঁদপুর নিউজ]
0 coment rios: