Thursday, June 24, 2021

পলিটেকনিক এর স্থগিত পরীক্ষাগুলো আবারও স্থগিত ঘোষণা

 

বাকাশিবো

২২ তারিখ স্থগিত পরীক্ষার নতুন রুটিন দিয়েছিল বাকাশিবোর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেই নোটিশ দুদিন যেতে না যেতে আজ ২৪ তারিখ নাতুন নোটিশ দিয়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এর স্থগিত পরীক্ষাগুলো আবারও স্থগিত ঘোষণা করেছ বাকাশিবো।


গত মার্চ মাসে পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিন পর করোনার প্রকোপের কারণে লকডাউন ঘোষণা করা হয়। যার ফলে পরীক্ষাগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দেয়া হয়। এর পরবর্তীতে এ মাসের ১ তারিখে পরীক্ষার নোটিশ দেয়া হলে ও তা আবার বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২২ তারিখ নতুন করে একটি নুটিস দিয়ে পরীক্ষার রুটিন দেয়া হয়।রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২৬ তারিখ থেকে।     


শেয়ার করুন

0 coment rios: