Monday, August 2, 2021

চাঁদপুর জেলার ০১ নং বিষ্ণুপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী আটক।

 চাঁদপুর জেলার ০১ নং বিষ্ণুপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী আটক।

চাঁদপুর জেলার ০১ নং বিষ্ণুপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী আটক


চাঁদপুর জেলার ০১ নং বিষ্ণুপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড থেকে এক যুবককে আটক করেন চাঁদপুর মডেল থানার পুলিশের এক টহল টিম।

শ্যামল (৪০) নামের এক যুবক ৫ নং ওয়ার্ডের রাস্তায় একটি ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিল। এতে করে এলাকাবাসী ঐ যুবককে সন্দেহ করে তার পরিচয় জানতে চায় যুবকটি পরিচয় না দিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতে থাকে। এক পর্যায়ে ওই এলাকার সাইফ মাল নামের এক যুবক সন্দেহজনক ব্যক্তি শ্যামলের অটো রিকশাটি চেক করে একটি গাঁজার প্যাকেট পায়।


তৎক্ষণাৎ এলাকাবাসী চাঁদপুর মডেল থানা কে ঘটনাটি বিস্তারিত জানান, এলাকাবাসীর খবর শুনে চাঁদপুর মডেল থানার পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা ব্যবসায়ী শ্যামল জানায় বিষ্ণুপুরের মাদক ব্যবসায়ী সাদ্দামের কাছ থেকে গাঁজা পাইকারি দরে কিনে মতলব নিয়ে বিক্রি করে।


গত ১৫ দিন আগে বিষ্ণুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে নাসির পাটোয়ারী নামের এক যুবককে পুলিশ গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে আদালতে চালান করে। এছাড়াও বিষ্ণুপুর ৪ নং ওয়ার্ডে শাহাদাত প্রধানিয়া নামের এক যুবক দাপিয়ে গাঁজার ব্যবসা করে যাচ্ছে। এতে করে সমাজের ১৬ থেকে ৫০ বছর বয়সের পুরুষেরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং সমাজকে বিপর্যয় ফেলে দিচ্ছে। প্রশাসন বারবার এই সমস্ত মাদক ব্যবসায়ীদের কে শাস্তি দিও কোন প্রকার বৈধ পথে তাদেরকে আনতে পারছে না।


বিষ্ণুপুর ইউনিয়নের জনগণ জানান….


এই সমস্ত মাদক ব্যবসায়ীদের কে নির্মূল না করলে সমাজ ও পরিবেশ মাদকের আড্ডাখানা হয়ে যাবে। এবং যুবসমাজ নষ্ট হয়ে যাবে বিষ্ণুপুরের জনগণ আরো জানায় যে, প্রশাসনকে আরও কঠোর হয়ে এই সমস্ত মাদক ব্যবসায়ীদের কি নির্মূল করতে হবে

Source: voiceofchandpur


শেয়ার করুন

0 coment rios: