করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিনে চাঁদপুর জেলা সদরে জেলা প্রশাসনের ৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় বিনা প্রয়োজনে ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ১শ’ ৩০ মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টা চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
জেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশগ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
সরেজমিনে দেখা যায়, এদিন সকাল ৬টা থেকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন পুলিশ সদস্যদের নিয়ে ওয়ারলেস বাজার, বাবুরহাট এলাকার মতলব রোডে ও মহামায়া বাজার এলাকায় লকডাউন প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এসময় বহু মানুষকে করোনারোধকল্পে সচেতন ও সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত মনিটরিং করার জন্য বাবুরহাটের মতলব রোডে আসেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।
এদিকে চাঁদপুর জেলার প্রবেশদ্বারসহ সব গুরুত্বপূর্ণ স্থানে জনসমাগম ও আইন বহির্ভূত যান চলাচল নিয়ন্ত্রণে জেলা পুলিশ, কুমিল্লা সেনানিবাস থেকে আসা বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ব্যাটেলিয়ান আনসার সদস্যরা সকাল থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে।
করোনা মহামারির প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় সারাদেশের মতো চাঁদপুরেও গত ২৩ জুলাই থেকে চলছে কঠোর বিধি-নিষেধ। শুরু থেকে জনসাধারণকে বিধি-নিষেধ মানাতে মাঠে তৎপর রয়েছে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।
ইলশেপাড়
0 coment rios: