Sunday, July 25, 2021

হাজীগঞ্জে মাস্ক না পরায় ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা - সাপ্তাহিক চাঁদপুর

মাস্ক না পরায় ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা - সাপ্তাহিক চাঁদপুর 




হাজীগঞ্জে মাস্ক না পরায় ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। উপজেলা প্রশাসনের পক্ষে শনিবার ও শুক্রবার দিনব্যাপী হাজীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি ২৬ জনকে মোট ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জনস্বার্থে হাজীগঞ্জ বাজারসহ আশ-পাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় মাস্ক না পরায় ২৬ মামলায় ২৬ জনকে পৃথক পৃথকভাবে মোট ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করেন। এর মধ্যে শনিবার ১৬ মামলায় ১৬ জনকে মোট ২ হাজার ২৫০ টাকা ও শুক্রবার ১০ মামলায় ১০ জনকে মোট ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কহীন লোকদের বিনামূল্যে মাস্ক দেয়া হয়। এসময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইলশেপাড়

শেয়ার করুন

0 coment rios: