Sunday, July 25, 2021

টিকটক থেকে টাকা ইনকাম করুন


রেফার এবং ভিডিও দেখে টিকটক থেকে টাকা ইনকাম

আপনি আপনার বন্ধুদের রেফার করে টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন। ভিডিও দেখেও টাকা ইনকাম করার সম্ভব। আমি নিজেও টাকা ইনকাম করেছি এখান থেকে।

যেসব মাধ্যমে টাকা তুলতে পারবেন:

  • মোবাইল রিচার্জ – ১০ টাকা হলেই যেকোন অপারেটরে রিচার্জ নিতে পারবেন।
  • ব্যাংক – ৫০ টাকা হলে তুলতে পারবেন।
  • বিকাশ – ৫০ টাকা হলে তুলতে পারবেন

এবার নিচে রেফার এবং ভিডিও দেখে টিকটক থেকে টাকা ইনকাম করার টিউটরিয়ালটি দেয়া হলো। প্রথমে আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করুন। তারপর হলুদ আইকনটিতে ক্লিক করুন।

ভিডিও দেখে টিকটক থেকে টাকা ইনকাম (1)

হলুদ আইকনে ক্লিক করার পর নিচের মতো ছবি আসবে এবার BD61529217 Invite Code এই কোডটি বসান। তাহলে ৫টা পেয়ে যাবেন। উল্লেখ করা প্রয়োজন কোডটি আমার রেফারেল লিংক। তাই, আমার লিংক ব্যবহার করলে, অতিরিক্ত কিছু সুবিধা অবশ্যই আমার পক্ষ থেকে পাবেন।

ভিডিও দেখে টিকটক থেকে টাকা ইনকাম (1)

Find out how তে ক্লিক করলে আপনি আপনার Invitation Code টি পেয়ে যাবেন। তারপর সেই কোডটি আপনি আপনার বন্ধুদের টিকটক অ্যাকাউন্টে যুক্ত করতে বলুন। যুক্ত করলে আপনি ২০ টাকা পাবেন, আর আপনার বন্ধু পাবে ৫ টাকা।

ভিডিও দেখে টিকটক থেকে টাকা ইনকাম (2)

তারপর আরও বেশি টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য বেশি বেশি ভিডিও দেখতে থাকুন। যত বেশি ভিডিও দেখবেন তত বেশি পয়েন্ট হতে থাকবে।

ভিডিও দেখে টিকটক থেকে টাকা ইনকাম (3)

এবার, টিকটক থেকে টাকা ইনকাম করার শেষ ধাপ। এখন আপনি টাকা তুলবেন, ব্যাংক বা বিকাশে তুলতে কালো চিহ্নিত স্থানে ক্লিক করবেন। আর রিচার্জ নিতে চাইলে লালটাতে।

ভিডিও দেখে টিকটক থেকে টাকা ইনকাম (4)


শেয়ার করুন

0 coment rios: